Monday, April 27, 2020

মুকিম মাহমুদ

বন্ধুর ধরণী  


 সবেমাত্র ভোর হয়েছে,
সূর্যটা ক্রমশ গাঢ় থেকে গাঢ়তর হতে শুরু করেছে। 
ইতোমধ্যে পায়রা জোড়ার ঘুম ভেঙ্গে গেছে 
ওরা আনন্দে একে অপরকে আলিঙ্গনরত। 
সদ্যজাত ছানাগুলো উষ্ণতার পরশে ঘুমায়,
ভোরের কুয়াশা সে পরশে কিছুটা বাঁধা হতে চায়
যেখানে মাতৃস্নেহ, সেখনে পরাজিত সকল অশুভ। 
মায়ের কোলের বাইরে বেরুলেই
এ পথ হয়ে যায় বন্ধুর, 
যার বাঁকে বাঁকে ফাঁদ পেতে রয়েছে মৃত্যু । 
অনভিজ্ঞদের সে এক মহা পরীক্ষা। 
কেউ পূর্বাভাস বুঝে নিজেকে বাঁচিয়ে নেয়
কেউবা বুঝে ওঠার আগেই পরাজিত হয়ে যায়।  
ঊষা লগ্নে সূর্যের রূপান্তর আর
অনিন্দ্য সুন্দর এ ভূলোকের সৌন্দর্য, 
কেবল জয়ীরাই উপভোগ করতে পারে। 
গাঢ়তর রঙের পরিবর্তন
কেবল তারাই অনুধাবন করতে পারে। 
এ তাদের যুদ্ধ জয়ের পুরস্কার 
তবে এ যুদ্ধ শেষ হবার নয়,
অনন্ত কালের। 

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...