Monday, April 27, 2020

সুজন দেবনাথ

মহামারীর লড়াই


পৃথিবীর আজ বড় অসুখ
ভুগছে সকল মানুষ
এখন হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে
জাগাও 'মান' আর  হুশ।

এই অসুখ তোমার আমার
নয়তো ব্যক্তিগত
পৃথিবীর হয়ে লড়তে হবে
মানুষ মানুষের জন্য।

এই বিশ্ব তোমার আমার
আমরা সবাই বিশ্ববাসী
যতই আসুক ঝড় তুফান
আমরা বিশ্ব ভালোবাসি।

আসুক যতই মহামারী
করবো না আজ ভয়
সঠিক পথে চলবো মোরা
আজ করবো বিশ্বজয়।

পুলিশ ডক্টর নার্সের কথা
আজ মানব নিষ্ঠা ভরে
দেশ বাঁচাতে থাকতে হবে
আজ নিজ নিজ ঘরে।

রাতের ঘুম এক করে আজ
লড়ছে দেখো যাঁরা
দোয়া করব আজ সবাই মিলে
সুস্থ থাকুক তাঁরা।

যে শিক্ষা দিয়ে গেছে আজ
এই করোনা মহামারী
নিয়ম মতো না চললে দেখো
যেতে হবে যমের বাড়ী।

অবহেলার বসে  আজ
মৃত্যুর মিছিল কত। 
চিন ইতালি যুক্তরাষ্ট্রে
মৃত্যু সহস্র শত শত।

আক্রান্ত আজ বিশ্বজুড়ে
বাতাস হয়েছে ভারি
ঘরে বসেই আজ রুখতে হবে
এই করোনা মহামারী

তাই চলো এখন শপথ করি
মানুষ হব সবার আগে
পৃথিবীর মানুষ স্বজন আমার
সকল রাগে অনুরাগে।

যুদ্ধও নয় আজ অস্ত্রও নয়
কেবল ঘরে বসে লড়বো
"করোনা" মহামারী দূর করে
এক নতুন বিশ্ব গড়বো। 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...