আতঙ্ক
ইদানিং কোনো চাপ চাইছি না আর
থেকে থেকে তাও হাল্কা উসখুশ ---
এসব তো চলতেই থাকে আজকাল,
তবে প্রেসারটা না বড্ড জ্বালাচ্ছে
হ্যাঁ রে,খেয়াল রাখছি তো নিজের !
এই জানিস,দাদুর সেদিন ভীষণ জ্বর
তুই তো ছিলিস মামাবাড়ি,পাপা অফিস,
কি করি,কি করি ...
লক্ ডাউনেই ছুটে গেলাম
এপার-ওপার খুব খুঁজেছি,
শেষে কি না ঐ ট্রাফিককাকু ?
আরে ঐ পাড়ার মোড়ের কাকুটারে ...
উনিই তো ছুটোছুটি করে ঔষুধ পৌঁছে দিলেন,
আর একটু হলেই ব্যস্ ...
মাগ্গো মা, সে কি বিপদ!
হ্যাঁ হ্যাঁ চিন্তা করিস না,দাদু এখন একদম ফিট।
আচ্ছা শোন্ - দিদনের খেয়াল রাখিস কিন্তু
চারিদিকে কত কি শুনছি !
ঘর থেকে বেরোবি না একদম,
সময় পেলে বোনুকে নিয়ে পড়াতে বসিস
মামার তো ফিরতে সেই রাত,
আর শোন্,মোবাইলে বেশি রাত জাগিস না বাবা
খাবার কিন্তু ভালো করে হাত ধুয়েই খাস!
শুনছিস?হ্যালো ... হ্যালো ... হ্যালো বাবান
যাহ্ রেখেই দিল !!
কি আজব রে আজকালকার ছেলেমেয়েগুলো
হে ঈশ্বর - বোধবুদ্ধি দাও,ক্ষমা করো
সবাইকে ভালো রেখো ঠাকুর,রক্ষা করো।
No comments:
Post a Comment