Monday, April 27, 2020

উৎপল দেবনাথ

নেই নেই কেউ নেই ফাঁকা 

বিশ্ব দেখছে মহামারী 
আর তাতে মৃত্যুর মিছিলের সুনামি।
বাতাসে ভাইরাসের ছুঁয়া,
হয় না আমাদের বাইরে যাওয়া।
এখন শহর জুড়ে লকডাউন জারি 
রাস্তা -ঘাটে শক্ত প্রশাসনের বাড়ি
অফিস -কাচারী,হাজিরা -কামাই নেই নেই কিছুই নেই কেউই নেই।
ফুটপাতে থাকতো যারা হচ্ছে কি তাদের সুস্থ ভাবে রাখা?
হয়তো চেয়ে আছে বোকার মতো তারা।
অবলার মতো শুধু চেয়ে আছি ফাঁকা 
বিজ্ঞানের দিকে তাকা।
সবাই আছে ভয়ে 
ভাবার সময় আছে তবুও ভাবনা নেই।
নেই নেই টাকা নেই পয়সা নেই, বাতাসে প্রেম নেই 
আছে শুধু বাঁচা আর ক্ষিদের জ্বালা 
শুনেছি সরকার বলেছে রেশনের দিকে পালা।
ভীষণ রকম বিস্মিত হয়ে আছে তারা 
অবসান কি হয়ে দাঁড়া।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...