সন্ধ্যা নদীর কূল
তোমাকে নিরবতার অভ্যেস করতে দেখে
টাওয়ারের চুড়ায় জ্বলে ওঠে সিগন্যাল লাইট,
পেছনে তারারা লুকায়।
দুরকম কাল বুকে, সময়
অসময়ের টেরা কোটা,
আমাদের ভেতর সভ্যতার খোঁজে
কখনও মাইকেল কখনও জ্যাকসন, অথচ
বাউল পাখি
ডানা ভাসালেই বুকের মাটি কাঁদে।
এখন তুমি আর আমি
মুখোমুখি বিকেলের রঙ মাখি
দুটি নদী
চার ভাগে বয়ে যায়,
বুকের ভেতর সন্ধ্যা নদীর কূল
বেজে উঠছে দিন শেষের ভায়োলিন।
No comments:
Post a Comment