Monday, April 27, 2020

অভীককুমার দে

সন্ধ্যা নদীর কূল 

তোমাকে নিরবতার অভ্যেস করতে দেখে
টাওয়ারের চুড়ায় জ্বলে ওঠে সিগন্যাল লাইট, 
পেছনে তারারা লুকায়। 

দুরকম কাল বুকে, সময় 
অসময়ের টেরা কোটা,
আমাদের ভেতর সভ্যতার খোঁজে
কখনও মাইকেল কখনও জ্যাকসন, অথচ
বাউল পাখি
ডানা ভাসালেই বুকের মাটি কাঁদে। 

এখন তুমি আর আমি 
মুখোমুখি বিকেলের রঙ মাখি 
দুটি নদী
চার ভাগে বয়ে যায়, 

বুকের ভেতর সন্ধ্যা নদীর কূল 
বেজে উঠছে দিন শেষের ভায়োলিন। 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...