Monday, April 27, 2020

অনুপম রায়

আহ্বান

রোদ চাই 
আরো আরো রোদ চাই
পবিত্রতার আবরণে 
তোমায় মুড়ে দিতে চাই।

তুমি শঙ্কনীলও নও, শালিকও নও
তুমি এসো তোমার মত করে।

আমি তোমায় সবেতেই দেখি
তুমি পৃথিবী;
তুমিই মহাপৃথিবী।

এই সঙ্কটে, এই মহাসঙ্কটে 
এই যুগসন্ধিক্ষণে
তুমি এসো।

নিষ্প্রাণ হয়ে, 
নিঃশেষিত হয়েও,
করছি তোমারই আহ্বান।

No comments:

Post a Comment

গৌতম মজুমদার

বধ্যভূমি - রাফা শোনা যাবেনা আর কোনদিন ক্ষুধার্ত শিশুর কান্না, মা বোন থেকে বৃদ্ধ বৃদ্ধার আর্তনাদ টুকু আর না। শান্তি এখন রাফা শহরে যদি পেতে শো...