Monday, April 27, 2020

অনুপম রায়

আহ্বান

রোদ চাই 
আরো আরো রোদ চাই
পবিত্রতার আবরণে 
তোমায় মুড়ে দিতে চাই।

তুমি শঙ্কনীলও নও, শালিকও নও
তুমি এসো তোমার মত করে।

আমি তোমায় সবেতেই দেখি
তুমি পৃথিবী;
তুমিই মহাপৃথিবী।

এই সঙ্কটে, এই মহাসঙ্কটে 
এই যুগসন্ধিক্ষণে
তুমি এসো।

নিষ্প্রাণ হয়ে, 
নিঃশেষিত হয়েও,
করছি তোমারই আহ্বান।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...