Monday, April 27, 2020

অনুপম রায়

আহ্বান

রোদ চাই 
আরো আরো রোদ চাই
পবিত্রতার আবরণে 
তোমায় মুড়ে দিতে চাই।

তুমি শঙ্কনীলও নও, শালিকও নও
তুমি এসো তোমার মত করে।

আমি তোমায় সবেতেই দেখি
তুমি পৃথিবী;
তুমিই মহাপৃথিবী।

এই সঙ্কটে, এই মহাসঙ্কটে 
এই যুগসন্ধিক্ষণে
তুমি এসো।

নিষ্প্রাণ হয়ে, 
নিঃশেষিত হয়েও,
করছি তোমারই আহ্বান।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...