Monday, April 27, 2020
সুস্মিতা নুনিয়া
করোনার থাবা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর | মানুষ থেকে মানুষে || চীন থেকে তার উৎপত্তি | ভয়ানক এক বিপত্তি|| ইতালি, ফ্রান্স, জার্মান | বাদ পরে নি তো কেও || ভারতে ও তার থাবা | নিত্য মৃত্যু মিছিল কে রোজ দেখা | চিকিৎসায় দ্বিতীয় স্তরে থেকেও|| ইতালী যে তুলল ওপর হাত| তবে কি নেই বাঁচার উপায়| নেই রক্ষা পাবার পথ || "মোদী'জির "আদেশে | এখন থেকেই লকডাউন- এ ভারত|| সচেতনতাই একমাত্র| প্রাণ বাঁচানোর চাবিকাঠি|| হাজার হাজার চিকিৎসা সেবক| কর্তব্য পালনে দিতেছে যে প্রাণ|| আছে যে ওদের ও পরিবার| আছে যে ভালোবাসার মানুষ || তবে কি এটুকু সচেতন হওয়া যায় না | করা যায় না একটু সাহায্য|| প্রতি 20 মিনিট অন্তর হাত ধোয়া| বাইরেতে মাক্স পরে বের হওয়া|| সর্দি, কাশি, জ্বর হলে| দূরত্ব বজায় রাখা|| ঘরে থাকুন সুস্থ থাকুন| এটুকুই তো করা|
Subscribe to:
Post Comments (Atom)
উর্মি সাহা
মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...
-
আজ আশ্বিনের শেষ কার্তিকের শুরু এই দিনটা বিশেষ ভাবে বিশেষ, বাংলার এ প্রান্ত থেকে ঐ প্রান্তে। জানি না বাংলার বাইরেও এইভাবে বিশেষ হয়ে উঠেছে কিন...
-
মূক ফেনীর মুখর পাঁচালি একটি বহুল প্রচারিত বাংলা প্রবাদ ‘ভাগের মা গঙ্গা পায়না’ ৷ প্রবাদটির মধ্য দিয়ে মায়ের অসহায়ত্বের যন্ত্রণাটিই ব্যক্ত হয়ে...
No comments:
Post a Comment