Monday, April 27, 2020

শান্তনু মজুমদার

করোনা মহামারি 

মানবজাতি আজ বিপন্ন, বিধ্বস্ত মহামারীর ভয়ে।
কাঁপছে রাজ্য, কাঁপছে দেশ, কাঁপছে গোটা বিশ্ব আজ মহামারীর তান্ডবে। মহামারি রুখতে হয়েছে লকডাউন, কার্পূজারি হয়েছে সারা ভারতবর্ষ 
লকডাউন শেষে জাতি জানবে করোনার আসল রহস্য।
ইতালি, ফ্রান্স, চিন, আমেরিকা হয়েছে আজ মৃত্যুপুরী। 
ধনী, দরিদ্র, টাকপয়সা, বিষয়সম্পত্তি সব ই আজ তুচ্ছ, লাশ পড়ছে ভুরি ভুরি।
বন্ধ দোকানপাঠ, রাস্তাঘাট, সকলেই আজ ঘরবন্ধী 
একটি করোনামুক্ত ভোরের অপেক্ষায় আজ  আমরা সকলেই আশাবাদী।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...