Monday, April 27, 2020

জয়ন্ত শীল

বেহায়া পৃথিবী

বেহায়া পৃথিবী – 
গোমতীর চোখের জল দেখেছিস? 

গোমতী নদী সারারাত কাঁদে, 
রাতের সমস্ত চোখের জল 
মিশিয়ে দেয় মাঝির ভাটিয়ালি সুরে। 

ভোরে কাশফুলের শিশিরে 
জন্ম হয় সূর্যের। 
চলতে থাকে আমাদের মতো 
গোমতী সূর্যের লুকোচুরি খেলা। 

এরা একে অপরকে খুঁজে পায়, 
আমরা পাই না!

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...