Monday, April 27, 2020

জয়ন্ত শীল

বেহায়া পৃথিবী

বেহায়া পৃথিবী – 
গোমতীর চোখের জল দেখেছিস? 

গোমতী নদী সারারাত কাঁদে, 
রাতের সমস্ত চোখের জল 
মিশিয়ে দেয় মাঝির ভাটিয়ালি সুরে। 

ভোরে কাশফুলের শিশিরে 
জন্ম হয় সূর্যের। 
চলতে থাকে আমাদের মতো 
গোমতী সূর্যের লুকোচুরি খেলা। 

এরা একে অপরকে খুঁজে পায়, 
আমরা পাই না!

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...