বেহায়া পৃথিবী
বেহায়া পৃথিবী –
গোমতীর চোখের জল দেখেছিস?
গোমতী নদী সারারাত কাঁদে,
রাতের সমস্ত চোখের জল
মিশিয়ে দেয় মাঝির ভাটিয়ালি সুরে।
ভোরে কাশফুলের শিশিরে
জন্ম হয় সূর্যের।
চলতে থাকে আমাদের মতো
গোমতী সূর্যের লুকোচুরি খেলা।
এরা একে অপরকে খুঁজে পায়,
আমরা পাই না!
No comments:
Post a Comment