চাঁদের আলো
চাঁদ তুমি হলে সবার প্রিয়!
তোমার যে কত আলো,
থাকো তুমি অনেক দূরে –
তবুও তোমায় লাগে ভালো।
সূর্য্যিমামা ডুবে গেলে
তোমার হয় যাত্রা শুরু,
চাঁদ তুমি হলে সবার প্রিয়
তুমিই সবার বেশ।
স্নিগ্ধ তোমার কোমল হাসি
ছড়ায় ঝলক রাশি রাশি,
তোমার আলোয় মিষ্টি তারা
ও জোনাকি তোমার মুচকি হাসি।
অমাবস্যার রাতে
কোথায় তুমি থাকো লুকিয়ে,
পূর্ণিমার রাতে তুমি মিষ্টি হাসি হাসো।
তুমিই হলে সবার সুন্দর তুমি হলে অপরূপ,
তোমার মধ্যে লুকিয়ে থাকে
অনেক মিষ্টি আলোর সুখ।
No comments:
Post a Comment