Monday, April 27, 2020

সোমা মজুমদার

চাঁদের আলো 

চাঁদ তুমি হলে সবার প্রিয়! 
তোমার যে কত আলো,
থাকো তুমি অনেক দূরে –
তবুও তোমায় লাগে ভালো।

সূর্য্যিমামা ডুবে গেলে 
তোমার হয় যাত্রা শুরু,
চাঁদ তুমি হলে সবার প্রিয় 
তুমিই সবার বেশ।

স্নিগ্ধ তোমার কোমল হাসি 
ছড়ায় ঝলক রাশি রাশি,
তোমার আলোয় মিষ্টি তারা 
ও জোনাকি তোমার মুচকি হাসি।

অমাবস্যার রাতে 
কোথায় তুমি থাকো লুকিয়ে,
পূর্ণিমার রাতে তুমি মিষ্টি হাসি হাসো।
তুমিই হলে সবার সুন্দর তুমি হলে অপরূপ,
তোমার মধ্যে লুকিয়ে থাকে 
অনেক মিষ্টি আলোর সুখ। 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...