Monday, April 27, 2020

পূর্বালী সাহা

অসুস্থ আজ বিশ্ব 

করোনা,হ্যাঁ করোনা কিছুদিন আগেও এই শব্দটা আমার কাছে ছিল অজানা। 

বিশ্বজুড়ে দিকে দিকে চলছে লক ডাউন আর কার্ফু জারি, 
সবার একটাই প্রশ্ন,
কি করে যে ঘুচাবে মহামারী। 

লড়াইটা আমাদের ছোট্ট একটা ভাইরাস নিয়ে যা খুঁড়ে খুঁড়ে খাচ্ছে নিষ্পাপ প্রাণের ভীড়। 
যার বিদায়সূত্র বৈজ্ঞানিকরা আজ অব্দি মিলাতে পারে নি। 
দিকে দিকে শুনা যাচ্ছে হাহাকার,আর মৃত্যু মিছিল। 

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...