Tuesday, April 28, 2020

মোঃ রুবেল

আগামীর প্রত্যাশা
              
বিশ্ব কাঁপছে -
মরণ ত্রাসে।
 মারণব্যাধি করোনার প্রাদুর্ভাবে।
মানুষে- মানুষে এখন ব্যাপক দূরত্ব।
এইতো করোনা রুখার প্রধান শর্ত।
স্বাস্থ্যবিধি চলো মেনে,
সুন্দর আগামীর আয়োজনে।
বাঁচার রসদ খুঁজি মোরা,
দিন-রাত প্রহর গুণা।
একটি নতুন ভোরের আশায়,
সঙ্গোপনে স্বপ্ন সাজায়।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...