Tuesday, April 28, 2020

মোঃ রুবেল

আগামীর প্রত্যাশা
              
বিশ্ব কাঁপছে -
মরণ ত্রাসে।
 মারণব্যাধি করোনার প্রাদুর্ভাবে।
মানুষে- মানুষে এখন ব্যাপক দূরত্ব।
এইতো করোনা রুখার প্রধান শর্ত।
স্বাস্থ্যবিধি চলো মেনে,
সুন্দর আগামীর আয়োজনে।
বাঁচার রসদ খুঁজি মোরা,
দিন-রাত প্রহর গুণা।
একটি নতুন ভোরের আশায়,
সঙ্গোপনে স্বপ্ন সাজায়।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...