Monday, April 27, 2020

নিকিতা দত্ত

কোয়ারেন্টাইন

আজ প্রায় এক সপ্তাহ হল বাড়ি থেকে বের হওয়া পুরোপুরি বন্ধ। অনেক প্ল্যান ছিল, পরীক্ষা শেষে এটা করবো,ওটা করবো। সব বন্ধুরা মিলে একসাথে ঘুরতে যাবো।
কিন্তু এরই মাঝে, গোটা বিশ্বজুড়ে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে,তার কারনে সব কেমন যেন ভেস্তে গেল।।
নোভেল করোনা ভাইরাস (COVID-19) এর সংক্রমনে গোটা মানবসভ্যতা আজ ধ্বংসের মুখে।।
আজ এই অসময়ের পরিস্থিতি সম্পর্কে লেখার সুযোগ পেয়ে দেশের করোনা আক্রান্তের সংখ্যা কিংবা মৃত্যুর সংখ্যা জানিয়ে মনোবল দুর্বল করার পক্ষে আমি নেই।

এখন আমি বাড়িঘরেই আছি।
১৪ই এপ্রিল পর্যন্ত বাড়িতেই থাকবো।এর পরেও বাড়ি থেকে বের হতে পারবো কিনা তার নিয়েও অনিশ্চিত।

এই নিয়ে আমার তেমন আফশোস নেই যদিও।কারন, আগে তো বাঁচতে হবে,তারপর বাকি সব।
শুধু দুঃখ একটাই, প্রানপ্রিয় বন্ধুদের সাথে অনেকদিন হলো দেখা হচ্ছে না।
হ্যাঁ, যোগাযোগ ঠিকই হচ্ছে প্রতিদিন; কিন্তু আমাদের যে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে কথা বলার অভ্যেস।

সে যাই হোক,ব্যক্তিগতভাবে বলতে গেলে কোয়ারেন্টাইন জিনিসটা আমার এতটাও খারাপ মনে হয় না।
কর্মব্যস্ততার যান্ত্রিক জীবনের মাঝে যে পছন্দের কাজগুলো থেকে আমরা দূরে সরে গিয়েছিলাম, সেগুলো আবার করার সুযোগ পেয়েছি।

সোস্যাল মিডিয়া ওপেন করলেই দেখতে পাচ্ছি, কেউ খুব ভালো গান করে, কেউ খুব সুন্দর ছবি আঁকতে পারে, কেউ লিখতে ভালবাসে, তো কেউ ভালো আবৃত্তি করতে পারে। এইসকল সৃজনশীল কাজগুলো থেকে আমরা একটা সময় কোথায় যেন দূরে সরে গিয়েছিলাম।
বহুদিন পর আবার আলমারিতে ধূলো খাওয়া ভালোলাগার গল্পের বইগুলো পড়তে পারছি।
পরিবারের সদস্যরা আবার সবাই মিলে একসাথে সময় কাটাতে পারছি।

সবশেষে এই কথাই বলবো,
গোটা বিশ্ব যেখানে করোনা আতঙ্কে জর্জরিত, সেই জায়গায় বিভিন্ন সোস্যাল মিডিয়া সাইটগুলোতে অযথা কিছু গুজব ছড়ানো হচ্ছে।
কখনো পাগলী মাসির গুজব,করোনার ওষুধ আবিষ্কার আরো কত কী!!

আমি বলি কি, এইসব গুজবে কান না দিয়ে আগে নিজেরা সচেতন হোন।।
নিজেরা সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন।
আজ দেশে যে লকডাউন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, করোনা সংক্রমন প্রতিরোধ করার জন্য এর চেয়ে ভালো প্রচেষ্টা নিঃসন্দেহে আর হতে পারে না। কারন, একমাত্র সামাজিক দূরত্বই পারে এই ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করতে।।

তাই সবার কাছে আমার বিনীত অনুরোধ, যথাসম্ভব ঘরে থাকুন।
বিশেষ কোনো প্রয়োজন ছাড়া, বাড়ির বাইরে একদম বের হবেন না।

যথাসম্ভব প্রশাসন কে সহযোগিতা করার চেষ্টা করুন এবং দেশের প্রকৃত নাগরিক হওয়ার দায়িত্ব পালন করুন।।

তবেই আমরা আবার সেই করোনা মুক্ত ভোরের আলো দেখতে পাবো।

                জয় হিন্দ।।

                        

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...