পৃথিবীর আজ গভীর অসুখ,
মানবেরই মহামারীর দুঃখ।
আকাশেতে বাজে মুক্তির গান,
মর্ত্যে চলছে মৃত্যুর বাণ।
তাদের সুখ, যারা ছিল বন্দি,
যাদের উপর চাপা ছিল নির্যাতনের দন্ডি,
ধরণীর আজ নিগূঢ় দুঃখের দিনে-
মানব সমাজ তাই গৃহবন্দি।
ধর্ম-জাতির নেই আজ ভেদাভেদ,
সবার মাঝে বাঁচার খ্যাদ।
মানুষের আজ একটাই ভয়,
ঘর থেকে বাহির না হয়।
আকাশে, বাতাসে পাখিরা উড়ে চলে,
মুক্তির জোয়ার বয়ে দলে দলে।
আজ তারা স্বধীন, মানবকে করে পরাধীন।
তারা মুক্ত, বন্দি ঘর করে চ্যুত।
আজ কোথায় সমাজের বন্ধন,
কি হবে অপূর্ব ভান্ডারের ধন।
হচ্ছেনা আজ রেস্তোরাঁয় খাওয়া,
বাঁচতে চাই সবার একটাই চাওয়া।
No comments:
Post a Comment