Monday, April 27, 2020

সৌম্যদ্বীপ দেব

মুক্তি

সবাই যেন বর্ণ অন্ধ 
ঘুরছে দীর্ঘশ্বাসে,
রঙ গুলো আজ কালো হয়েছে-
তোমার আবোল ত্রাসে। 

পশু গুলো বাইরে ঘুরছে
মানুষ গুলো বন্দী , 
পৃথিবীকে শ্বাস নিতে দাও-
আর করোনা ফন্দি।

সোনার হাতে সোনার কাঁকন
ধরনীতে লুটায়, 
স্বপ্ন দেখা বিভোর বালক-
দুয়ার খুলে যায়।

মুক্তির স্বাদ বহু দূরে নয় 
আসছে সফল দিন হাকি,
সবুরে মেওয়া ফলে 
আমি তোমায় ডাকি।         

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...