Monday, April 27, 2020

সৌম্যদ্বীপ দেব

মুক্তি

সবাই যেন বর্ণ অন্ধ 
ঘুরছে দীর্ঘশ্বাসে,
রঙ গুলো আজ কালো হয়েছে-
তোমার আবোল ত্রাসে। 

পশু গুলো বাইরে ঘুরছে
মানুষ গুলো বন্দী , 
পৃথিবীকে শ্বাস নিতে দাও-
আর করোনা ফন্দি।

সোনার হাতে সোনার কাঁকন
ধরনীতে লুটায়, 
স্বপ্ন দেখা বিভোর বালক-
দুয়ার খুলে যায়।

মুক্তির স্বাদ বহু দূরে নয় 
আসছে সফল দিন হাকি,
সবুরে মেওয়া ফলে 
আমি তোমায় ডাকি।         

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...