Monday, April 27, 2020

গৌতম দাস

বীর সৈন্যদল
                                          
করোনার ভয়াবহ রূপে মায়াময় ভুবন আজ স্তব্ধ।
প্রাণময় মুখগুলো হচ্ছে মাটি চাপায় আবদ্ধ।
যখন দেশ সেবার ব্রত পালনে ব্যস্ত সভ্য মানুষ সকল।
                 সেই ক্ষণেই প্রস্তুত হল-
রক্তপিপাসু করোনাকে হাতকড়া পরাতে বীর সৈন্যদল।
ওরা সূর্যসম উজ্জ্বল  নেইকো কোনো অশ্রুজল।
কখনো বজ্রসম কঠিন আবার স্রোতের মতো বিরামহীন।
মুক্ত চিত্তে দিয়ে থাকে রক্ত অন্যদিকে জনসেবার ভক্ত।
পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্ধকার ভয়ে পালায় ওদের দেখে।
সহস্র সমরে যায় মাতৃভূমিকে আগলে রেখে।
থাকেনা কোনো সংশয়,শতকষ্ট প্রাণেশয়।
মারণব্যাধি করোনা নামক জল্লাদকে পায় না ভয়।
তারা শত্রু বিনাশক জুয়ালামুখী,পছন্দ করে প্রাণহারা ঝুঁকি।
নিজ তন্দ্রা, সুখ ছেড়ে সবাইকে করতে চায় সুখী।
তারারই বলিদানে টিকে থাকে সুধাময় জন্মভূমি।
এই সেবাতে মাথা নত করি তাদের কোমল পদতল।
সর্বকালের দেশ সেবক,চিরঅমর,এই বীরসৈন্য দল।
                

               

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...