Monday, April 27, 2020

ড. শৌভিক বাগচী

আর্তি

বিপন্ন আর্তির মাঝে 
শুয়ে আছি একা 
চোখে ভাসে প্রারব্ধ ঋণ 
শীতার্ত অনুভূতি গড়িয়ে যায় ,ভিজিয়ে দেয় 
শরীরের যাবতীয় ক্লেদ 
জমিন সরস হয় ,
উষ্ণতা খোঁজে , নতুন বীজ 
বপন করবে বলে 
তারপর বেরোবে অঙ্কুর 
যাবতীয় ঋণ শোধ হবে 
নিক্তি মেপে ,
তারপর --

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...