Monday, April 27, 2020

ড. শৌভিক বাগচী

আর্তি

বিপন্ন আর্তির মাঝে 
শুয়ে আছি একা 
চোখে ভাসে প্রারব্ধ ঋণ 
শীতার্ত অনুভূতি গড়িয়ে যায় ,ভিজিয়ে দেয় 
শরীরের যাবতীয় ক্লেদ 
জমিন সরস হয় ,
উষ্ণতা খোঁজে , নতুন বীজ 
বপন করবে বলে 
তারপর বেরোবে অঙ্কুর 
যাবতীয় ঋণ শোধ হবে 
নিক্তি মেপে ,
তারপর --

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...