ভালোবাসা
যা হবার হয়ে গেছে
পৃথিবী সৃষ্টির কুষ্টিতে
বর্ণিত আছে এক অমোঘ যাপন।
বিজ্ঞান ধর্ম এবং মানবতা
আগামী বছরের নির্বাচনে
প্রধান ইস্যু হবে।
আমরা জিতবো কিন্তু
নিজেকে বেচবো না!
কারন
কর্মব্যস্ত পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ যার কাছে ভালোবাসা ছাড়া আর কোনও জিনিস থাকেনা !
আমি কখনও এই জিনিস কিনতে চাইনি!
আত্মস্থ করতে চেয়েছি কেবল।
No comments:
Post a Comment