Tuesday, April 28, 2020

নিপু দাস

মন খারাপি নয়,আমাদেরই জয়


দেশ জুড়ে আজ স্তব্ধতা
ছড়িয়ে-ছিটিঁয়ে আছে
বন্ধ ঘরে মানবেরাও আজ
মনখারাপী নিয়ে বেঁচে আছে।

যুদ্ধ নয়,হিংসা নয়
নেই কোনোও দাম্ভিকতা,
ধুঁকছে শহর,ধুকঁছে রাজপথ
ধুকঁছে বিশ্ব জনতা।

ধরিত্রী আজ মরন ভাইরাসে
বিশ্ব স্বাস্থ‍্য সংস্থাকেও দিতেছে টেক‍্যা
রাজনীতির মন্চেও আজ
টিকে থাকার লড়াইয়ে নেতাদের
হয়ে যাচ্ছে মুখ বেক‍্যা।

সহজ সরল মানব জীবন
হয়ে গেছে আজ দূর্বিষয়
বন্ধ ঘরে আর বসছে না মন
দেখছে নতুন সূর্যের আগমন।

এর মাঝেও আশার আলো
দেখছে বিশ্ব জনতা,
মন খারাপি থেকে বদলে যাবে 
আমাদের জয়ের পূর্ণতা।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...