Monday, April 27, 2020

পার্থ ঘোষ

তিনফুট দূরত্বের 

ইঙ্গিত বুঝেই ঢুকে যাচ্ছি অনন্ত বিবরে 
ক্রমশ হতাশ হই 
বাম-বুকে বাজে আলৌকিক ডুগডুগি ।

অভ্যাসে বিবশ হাত পিছনে লুকাই 
করতলে মেখে নিচ্ছি মন্ত্রপূত জল ।
গোল-গোল দূরত্বের ম্যাজিক, মগজে গেঁথে যায়।

দুয়েকটা ছেঁড়া কথা -বিগত আলাপ 
কোন এক মহার্ঘ্য বসন্ত গলে যদি 
অতর্কিতে আমাদের কথোপকথনে 
হানা দেয়।

তখনও কি গোল গোল আত্মদাগ কেটে 
মুখোশের আড়ালে অক্ষুণ্ণ রেখে 
বাঁচতে হবে এ জীবন, অনতিক্রম্য 
তিনফুট দূরত্বের?

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...