Monday, April 27, 2020

পার্থ ঘোষ

তিনফুট দূরত্বের 

ইঙ্গিত বুঝেই ঢুকে যাচ্ছি অনন্ত বিবরে 
ক্রমশ হতাশ হই 
বাম-বুকে বাজে আলৌকিক ডুগডুগি ।

অভ্যাসে বিবশ হাত পিছনে লুকাই 
করতলে মেখে নিচ্ছি মন্ত্রপূত জল ।
গোল-গোল দূরত্বের ম্যাজিক, মগজে গেঁথে যায়।

দুয়েকটা ছেঁড়া কথা -বিগত আলাপ 
কোন এক মহার্ঘ্য বসন্ত গলে যদি 
অতর্কিতে আমাদের কথোপকথনে 
হানা দেয়।

তখনও কি গোল গোল আত্মদাগ কেটে 
মুখোশের আড়ালে অক্ষুণ্ণ রেখে 
বাঁচতে হবে এ জীবন, অনতিক্রম্য 
তিনফুট দূরত্বের?

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...