Monday, April 27, 2020

অমিত রুদ্র পাল

দিশা

বাড়ি থাকো ঘরে খাও
অযথা,
দূর বিপাকে না যাও
ইচ্ছে হলে নাচো গাও
তবু নিজেকে বাঁচাও ।
খোল নাও করতাল নাও
কীর্তন করে সৈন্য সাজাও
তবু ভাইরাস না ছড়াও ।

ইচ্ছে যদি হয় অবাধ মনে 
কারফিউর লাঠি ডাক শুনে।
জিজ্ঞেস করো রাস্তায় যারে 
কারফিউর প্রেমে মরিচা ধরে,
হবে যখন সোহাগ আদর
ফুলবে লাল পিছে সাদর। 

বাড়ি থাকো ঘরে খাও  
অযথা, 
দূর বিপাকে না যাও ।
ইচ্ছে হলে তুলি ধরো
মনের মাঝে সৈন্য করো ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...