Monday, April 27, 2020

সংগীতা দেব

আঁধারে আলো

মৃত্যু মিছিল বিশ্ব জুড়ে
বেড়ে চলছে মিছিলের লাইন!
অসুখের ছায়া কেবল গ্রাস করছে প্রাণ।
চোখের সামনে,এই মরণ ফাঁদে
 কত বন্ধু, কত প্রিয়জন।
প্রতি মুহূর্তে মানুষ,
আঁকছে মৃত্যুর ছবি!
হয়তো নিজের! হয়তো খুব কাছের মানুষের।
তবে,এই মৃত্যু মিছিল রুখতে হবে।
প্রাণে ভরসা জাগাতে হবে,
আপন মানুষ গুলোর জন্য।
কিছু স্বাস্থ্য নিয়ম মানবো,
সামাজিক দূরত্ব বজায় রাখবো।
অযথা, যাবোনা ঘরের বাইরে।
থাকবো নিজেও সতর্ক
এতে অপরকে করবো উৎসাহিত।
সবাই এই কঠিন প্রতিজ্ঞা করে
পৃথিবীকে করবো করোনা মুক্ত।
বিত্তশালীই শুধু যেন না পায়, 
অনাহারীও যেন,মুঠো খাবার পায়,
ধনী-গরীব,দেশী-বিদেশী
মৃত্যু কারো বন্ধু নয়।
রোজ রোজ,আর মৃত্যু না!
মৃত্যু ভয় না।
ভবিষ্যতের সোনালী স্বপ্ন দেখে,
সুস্থ্য পৃথিবী সাজাবো।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...