Monday, April 27, 2020

যমুনা মজুমদার

অপেক্ষা 

অপেক্ষা আজও করছি শুধু 
তোমার ফিরে আসার জন্য 
অপেক্ষা কি করেই যাবো –
সারাজীবনের জন্য। 

অপেক্ষা যে করে শুধু, 
বুঝে সে তার কষ্ট। 
চাইছি সবকিছু ভুলে যেতে, 
পারছিনা কেন দূরে যেতে। 
কাটাতে পারছিনা কেন তোমার মায়া, 
ভূলতে পারছিনা কেন তোমার কথা। 

আসবে কি ফিরে কোনোদিন 
বাসবে কি আমায় ভালো? 
বুঝবে কি আমার চোখের ভাষা 
শুনবে কি আমার কথা? 

দুচোখ শুধু খুঁজে তোমায় 
খুঁজে তোমার স্মৃতি। 
যাকে আমি মনে করি এতো 
যার জন্য কাদেঁ আমার মন এতো, 
সে কি আমায় ভুলে গেলো 
সারাজীবনের জন্য। 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...