Monday, April 27, 2020

যমুনা মজুমদার

অপেক্ষা 

অপেক্ষা আজও করছি শুধু 
তোমার ফিরে আসার জন্য 
অপেক্ষা কি করেই যাবো –
সারাজীবনের জন্য। 

অপেক্ষা যে করে শুধু, 
বুঝে সে তার কষ্ট। 
চাইছি সবকিছু ভুলে যেতে, 
পারছিনা কেন দূরে যেতে। 
কাটাতে পারছিনা কেন তোমার মায়া, 
ভূলতে পারছিনা কেন তোমার কথা। 

আসবে কি ফিরে কোনোদিন 
বাসবে কি আমায় ভালো? 
বুঝবে কি আমার চোখের ভাষা 
শুনবে কি আমার কথা? 

দুচোখ শুধু খুঁজে তোমায় 
খুঁজে তোমার স্মৃতি। 
যাকে আমি মনে করি এতো 
যার জন্য কাদেঁ আমার মন এতো, 
সে কি আমায় ভুলে গেলো 
সারাজীবনের জন্য। 

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...