Monday, April 27, 2020

সঞ্চয় দত্ত

মৃত্যু 


মৃত্যু নহে সাধারণ
নিয়ে আসে কত কারণ,
বিশ্বব্যাপী চলে কোরোনা 
আর মৃত্যুর উন্মাদনা।
       ওহে মৃত্যু, 
কেন তুমি জীবের শত্রু?
মানুষকে করিলে কবল
দেশ হয়ে পড়ে দুর্বল।
       ওহে মৃত্যু,
কেন তুমি জীবের শত্রু? 
চিন,আমেরিকা,ইতালি
করিয়াছে কোরোনায় মৃত্যুর বলি।
         ওহে মৃত্যু, 
কেন তুমি জীবের শত্রু?
কত দুঃখ কষ্ট দিয়ে 
নিয়ে যাও তোমার করে।
        ওহে মৃত্যু, 
কেন তুমি জীবের শত্রু?
এক একটি দেশ ধরে 
নিয়েছ তোমার করে।
       ওহে মৃত্যু, 
কেন তুমি জীবের শত্রু?
চলে যাও অনেক দুরে 
দেখিতে চাই না সকলের তরে।


No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...