ভিন্ন মানব
হ্যান্ডশেক ভুলে নমস্কার--
ভেস্তে গেছে পাশ্চাত্যের আকাঙ্ক্ষা,
ক্যালেন্ডার গুনে দিনের পর দিন!
বাঁচবে ক'দিন এই আশঙ্কা।
জয়ধ্বনি কেবল ধ্বংসের-ই-,,
রাস্তার মোরে,চায়ের দোকানে
রেডিও,টিভি,মোবাইল
এমনকি বিজ্ঞান মস্তিষ্ক---
সবই,আবদ্ধ এক-এককোষী জীবে।
যার নেই জাত,নেই ধর্ম,
নেই নিজস্ব রাষ্ট্র,নাই অর্থের অহংকার;
নাই দৈহিক সৌন্দর্য।
তবুও পৃথিবী আজ এতেই প্রভাবিত;
গোটাবিশ্ব আজ এইখানেই নত।
বিভেদ ভুলে পৃথিবী এক।
হেরে গেছে প্রত্ন ভিন্ন ধর্ম-,,
পৃথিবী লড়ছে একসাথে,
আর করছে কর্ম।
ভয় নেই!মৃত্যু হবেই ভয়ের,
অবধি ঘটবেই এই জড়ত্বের;;;
পথ শুরু হবে নতুন অধ্যায়ের।
তারপরও প্রশ্ন থাকে-----!!
সবশেষে কি!বেঁচে থাকবে বৈষম্য??
থাকবে কি,ধর্ম আর বর্ণেরই অধিপত্য??
No comments:
Post a Comment