Monday, April 27, 2020

উর্মি সাহা

ভিন্ন মানব


হ্যান্ডশেক ভুলে নমস্কার--
ভেস্তে গেছে পাশ্চাত্যের আকাঙ্ক্ষা,
ক্যালেন্ডার গুনে দিনের পর দিন!
বাঁচবে ক'দিন এই আশঙ্কা।
জয়ধ্বনি কেবল ধ্বংসের-ই-,,
রাস্তার মোরে,চায়ের দোকানে
রেডিও,টিভি,মোবাইল
এমনকি বিজ্ঞান মস্তিষ্ক---
সবই,আবদ্ধ এক-এককোষী জীবে।
যার নেই জাত,নেই ধর্ম,
নেই নিজস্ব রাষ্ট্র,নাই অর্থের অহংকার;
নাই দৈহিক সৌন্দর্য।
তবুও পৃথিবী আজ এতেই প্রভাবিত;
গোটাবিশ্ব আজ এইখানেই নত।
বিভেদ ভুলে পৃথিবী এক।
হেরে গেছে প্রত্ন ভিন্ন ধর্ম-,,
পৃথিবী লড়ছে একসাথে,
আর করছে কর্ম।
ভয় নেই!মৃত্যু হবেই ভয়ের,
অবধি ঘটবেই এই জড়ত্বের;;;
পথ শুরু হবে নতুন অধ্যায়ের।
তারপরও প্রশ্ন থাকে-----!!
সবশেষে কি!বেঁচে থাকবে বৈষম্য??
থাকবে কি,ধর্ম আর বর্ণেরই অধিপত্য??

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...