Monday, April 27, 2020

সংগীতা শীল

ফিরিয়ে দাও অধিকার

জীবন যুদ্ধে কঠিন সংগ্রামে পথে পথে ঘুরে বেড়ায় বিবস্র গায়ে রাজপথে কখনো রেললাইনের ধারে।

ছোট্ট ছেলেটি যার এখনো খেলায় বয়স মুক্ত আকাশে উড়বে সে কিনা হোটেলে, 
গ্যারেজে রিকশা চালায় দিন মজুরী দেয় দোকান পাটে।
হাতে বই নেই কাঁধে নেই ব্যাগ ইট ভাটায় লোহা পিটায় অর্থ লালসার নিদারুণ অভিলাশে।
অক্ষর জ্ঞানহীন, পুষ্টিহীনতায় ভোগে সুচিকিৎসা তো দূর অযন্তে....

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...