Monday, April 27, 2020

দিপ্সী দে

প্রশ্ন

ও মা! মাগো, 
বলো না গো সবাই বলছে আমরা নাকি মরে যাবো? 
মাগো বাঁচবো তো? 
ও মা আমি আবার কবে স্কুলে যাবো? 
মা, বাবা আবার কবে ঘুরতে নিয়ে যাবে?
 মা তোতাই মিঠাই আবার কবে খেলতে আসবে? আমার জন্মদিন হবে তো? 
মার চোখে শুধুই জল, 
টিভিতে শুধু বিজ্ঞাপন দেখায়, মোবাইলে শুধু করোনার কথা বলে। 
মাগো করোনা কে? কেন এসেছে?
মা ও খুব পচা, আমাদের নিয়ে যাবে, আমি তুমি মরে যাব? ইতালিতে কী কেউ নেই? 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...