ও মা! মাগো,
বলো না গো সবাই বলছে আমরা নাকি মরে যাবো?
মাগো বাঁচবো তো?
ও মা আমি আবার কবে স্কুলে যাবো?
মা, বাবা আবার কবে ঘুরতে নিয়ে যাবে?
মা তোতাই মিঠাই আবার কবে খেলতে আসবে? আমার জন্মদিন হবে তো?
মার চোখে শুধুই জল,
টিভিতে শুধু বিজ্ঞাপন দেখায়, মোবাইলে শুধু করোনার কথা বলে।
মাগো করোনা কে? কেন এসেছে?
মা ও খুব পচা, আমাদের নিয়ে যাবে, আমি তুমি মরে যাব? ইতালিতে কী কেউ নেই?
No comments:
Post a Comment