Monday, April 27, 2020

দিপ্সী দে

প্রশ্ন

ও মা! মাগো, 
বলো না গো সবাই বলছে আমরা নাকি মরে যাবো? 
মাগো বাঁচবো তো? 
ও মা আমি আবার কবে স্কুলে যাবো? 
মা, বাবা আবার কবে ঘুরতে নিয়ে যাবে?
 মা তোতাই মিঠাই আবার কবে খেলতে আসবে? আমার জন্মদিন হবে তো? 
মার চোখে শুধুই জল, 
টিভিতে শুধু বিজ্ঞাপন দেখায়, মোবাইলে শুধু করোনার কথা বলে। 
মাগো করোনা কে? কেন এসেছে?
মা ও খুব পচা, আমাদের নিয়ে যাবে, আমি তুমি মরে যাব? ইতালিতে কী কেউ নেই? 

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...