Saturday, November 21, 2020

সৈকত সরকার

মানুষ যদি একলা হয়ে যায়


মানুষ যদি একলা হয়ে যায় তবে অমরত্বেও ঘৃণ ধরে, 
মানুষ যদি একলা হয়ে যায় তবে নীরবে অশ্রু ঝড়ে। 
একলা মানুষের -
রূপের কোনো দাম নেই গুনের কোনো দাম নেই
বিদ্যার কোনো দাম নেই বলের কোনো দাম নেই। 

নির্জন অট্টালিকা ঠিক যেনো মৃত্যু পুরী, 
অর্থ যতটা না পেট ভরায় তারচেয়ে বেশি দম্ভ বাড়ায় কিন্তু সেই দম্ভ দেখবে কে? 
জড় বস্তু কি দম্ভ বুঝে?? 
আর যেই যৌবন আকাশের চাঁদ ছিল একসময় তা মাটিতে নেমে অন্ধকার খুঁজে, 

আসলে নিজেকে বটগাছ দাবী করলেও প্রকৃত পক্ষে আমরা  একটি বিশুদ্ধ স্বর্ণলতা ছাড়া আর কিচ্ছু নই। 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...