মাস্ক
কতো ক্লান্ত আমি,সুখ হয়তো ছেড়ে গেছে আমায়!
জীবন রক্ষার ভারটা নিয়ে বেশ আনন্দ বোধ করি।
বাজারে দাম আমার অনেক বেড়েছে।
নিজের সৌন্দর্য দেখে নিজেই অনুভূত হই।
দাম বেড়েছে বলে অনেকের চোখে ভালো খারাপ দুটোই।
যখন মূল্যবোধ হারিয়ে ফেলি
তখন শুধু অপবাদ।
নিজের ইচ্ছেটাকে কখনো ভালোবাসতে পারিনি,
আমার জীবনে বোধহয় ত্যাগ ছাড়া কিছুই নেই!
No comments:
Post a Comment