Saturday, November 21, 2020

মাধুরী সরকার

হাহাকার

আমি দুর্ভিক্ষ দেখিনি,
দেখেছি অসহায় দরিদ্র মানুষগুলোকে ধুঁকে ধুঁকে মরছে।

আমি স্বাধীনতার যুদ্ধ দেখিনি,
দেখেছি দেশমায়ের বীরসন্তানদের হাসিমুখে আত্মবলিদান।

রাজপ্রাসাদের ভোগবিলাসিতা দেখিনি আমি ,
দেখেছি অভুক্ত মানুষের উদর যন্ত্রণায় ছটফট করতে।

আমি সুখ দেখিনি নিপীড়িত মানুষের,
দেখেছি শুধু দুঃখের বেড়াজালে তাদের হাহাকার।

আমি হাসতে দেখিনি ঝুপড়িটাকে ,
শুধু তার অবিরত কান্না শুনেছি কেবল ।

আজব এ পৃথিবী জুড়ে আছে ত্রাসের রাজ,
সহানুভূতি আজ ভস্মীভূত গরল সাগরে।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...