Saturday, November 21, 2020

মাধুরী সরকার

হাহাকার

আমি দুর্ভিক্ষ দেখিনি,
দেখেছি অসহায় দরিদ্র মানুষগুলোকে ধুঁকে ধুঁকে মরছে।

আমি স্বাধীনতার যুদ্ধ দেখিনি,
দেখেছি দেশমায়ের বীরসন্তানদের হাসিমুখে আত্মবলিদান।

রাজপ্রাসাদের ভোগবিলাসিতা দেখিনি আমি ,
দেখেছি অভুক্ত মানুষের উদর যন্ত্রণায় ছটফট করতে।

আমি সুখ দেখিনি নিপীড়িত মানুষের,
দেখেছি শুধু দুঃখের বেড়াজালে তাদের হাহাকার।

আমি হাসতে দেখিনি ঝুপড়িটাকে ,
শুধু তার অবিরত কান্না শুনেছি কেবল ।

আজব এ পৃথিবী জুড়ে আছে ত্রাসের রাজ,
সহানুভূতি আজ ভস্মীভূত গরল সাগরে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...