Saturday, November 21, 2020

অতনু রায় চৌধুরী

সময় 

জীবন পথে হেরে গিয়ে আজ দিশেহারা 
বোবা নিস্তব্ধ কোনো কথা বলছে না এরা ।
হারিয়ে গেছে স্বপ্ন সব, 
হারিয়ে গেছে বিলাসিতা ।
সময়ের কাঁটা এইভাবেই ঘুরে, 
হয়তো ছিল না ওদের জানা ।

মানুষ হয়ে মানুষকেই করত ওরা হাজারো অবহেলা 
সহজ সরল অনুভূতিগুলোকে নিয়ে করত প্রতিনিয়ত খেলা ।
প্রতিবাদ ছিল নিস্তব্ধ, ছিল না ন্যায় বিচার ।
সময় ঠিক ই জবাব দিয়ে দিল, 
বিনাশ হল ক্ষমতার ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...