Saturday, November 21, 2020

অতনু রায় চৌধুরী

সময় 

জীবন পথে হেরে গিয়ে আজ দিশেহারা 
বোবা নিস্তব্ধ কোনো কথা বলছে না এরা ।
হারিয়ে গেছে স্বপ্ন সব, 
হারিয়ে গেছে বিলাসিতা ।
সময়ের কাঁটা এইভাবেই ঘুরে, 
হয়তো ছিল না ওদের জানা ।

মানুষ হয়ে মানুষকেই করত ওরা হাজারো অবহেলা 
সহজ সরল অনুভূতিগুলোকে নিয়ে করত প্রতিনিয়ত খেলা ।
প্রতিবাদ ছিল নিস্তব্ধ, ছিল না ন্যায় বিচার ।
সময় ঠিক ই জবাব দিয়ে দিল, 
বিনাশ হল ক্ষমতার ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...