সময়
জীবন পথে হেরে গিয়ে আজ দিশেহারা
বোবা নিস্তব্ধ কোনো কথা বলছে না এরা ।
হারিয়ে গেছে স্বপ্ন সব,
হারিয়ে গেছে বিলাসিতা ।
সময়ের কাঁটা এইভাবেই ঘুরে,
হয়তো ছিল না ওদের জানা ।
মানুষ হয়ে মানুষকেই করত ওরা হাজারো অবহেলা
সহজ সরল অনুভূতিগুলোকে নিয়ে করত প্রতিনিয়ত খেলা ।
প্রতিবাদ ছিল নিস্তব্ধ, ছিল না ন্যায় বিচার ।
সময় ঠিক ই জবাব দিয়ে দিল,
বিনাশ হল ক্ষমতার ।
No comments:
Post a Comment