Saturday, November 21, 2020

রুবেল হোসেন

শহীদের ভাই আমি

নদী দিয়ে গড়িয়ে গেছে 
অনেক অশ্রু জল, 
ইতিহাসের পাতায় পাতায় 
রইবে উজ্জ্বল। 
সময় পেরিয়ে গেছে 
বেশ অনেকটা, 
জঙ্গলী হামলায় হারিয়ে যাওয়া 
হাসানো ভাইটা। 
আটকাতে পারেনি কেউ
কোনও সেনাবল, 
মারণাস্ত্রে হামলা চালায়
শত শত দল। 
রক্তার্ত বক্ষ ছাতা 
কাঁপছে হৃদয় দ্বারা,
মায়ের মুখটি দেখার জন্য 
আজও দেয়নি সারা।
তিন রাঙ্গা পতাকার দিকে 
চাইলে গর্ব হয়, 
দেশের জন্য লড়বো আমি 
করবো না আর ভয়। 
কলম হাতে পত্র নিয়ে 
লিখছি একটুখানি, 
লিখবো শহীদ স্মরণ করে
অমর ভাইয়ের বাণী।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...