Saturday, November 21, 2020

প্রসেনজিৎ দে

ইতিকথা


হঠাৎ শান্ত হয়ে যাবো একদিন 
সমস্ত হিসেব মিটে যাবে
থেকে যাবে শূন্যতা

কারো আর্তনাদ আমাকে জাগাবে না,
কারো বুক ভাঙা কান্নার ধ্বনি পৌঁছবে না... 

অচেতন হয়ে পরে থাকা দেহগুলি 
সাক্ষী হবে না, 
দাউ দাউ করে জ্বলতে থাকবে আগুন, 
পড়ে থাকবে কিছু ছাই। 

পারিজাতের মতো ফুলগুলি,
এভাবেই পড়ে থাক।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...