Saturday, November 21, 2020

প্রসেনজিৎ দে

ইতিকথা


হঠাৎ শান্ত হয়ে যাবো একদিন 
সমস্ত হিসেব মিটে যাবে
থেকে যাবে শূন্যতা

কারো আর্তনাদ আমাকে জাগাবে না,
কারো বুক ভাঙা কান্নার ধ্বনি পৌঁছবে না... 

অচেতন হয়ে পরে থাকা দেহগুলি 
সাক্ষী হবে না, 
দাউ দাউ করে জ্বলতে থাকবে আগুন, 
পড়ে থাকবে কিছু ছাই। 

পারিজাতের মতো ফুলগুলি,
এভাবেই পড়ে থাক।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...