Saturday, November 21, 2020

গোপাল দে

অশনি সংকেত
              

সভ‍্যতার ইমারত গড়তে গড়তে ওরা আজ খুব ক্লান্ত,
নিত‍্যদিনের নিয়মমাফিক কর্মসাধনে
ওরা হাঁপিয়ে উঠেছে খুব।
আর এদিকে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে
তুমি দিয়ে যাচ্ছো নির্বোধ হুকুম।
একবার ওদের জায়গায় নিজেকে দাঁড় করাও,
কঠিন বাস্তবতার মুখোমুখি হও,
দেখবে জীবনটা গোলাপের বিছানা নয়।

হাজারো কন্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে
ওরা সভ‍্যতার মেরুদন্ড টিকিয়ে রাখে।
তাই ওদেরকে আপন করে নাও,
অনুভব করো ওদের প্রাত‍্যহিক জীবন যন্ত্রণা।
যে অন‍্যায়,অত‍্যাচার আর শোষণে তোমার তাবেদারি,
সেটার ফল তুমি পাবেই।
হিসেব দিতে হবে তাদেরকেও,
যারা সে অন‍্যায়কে প্রশ্রয় দিয়েছিল,
বাহবা দিয়েছিল তোমার সকল দুঃষ্কর্মের।

আগ্নেয়গিরির পুঞ্জীভুত ক্ষোভ
ক্রমশ জড়ো হচ্ছে।
সময়ে সামলে নাও,
নইলে পূব আকাশে ক্রমশ বিস্তৃতি ছড়াবে
ধ্বংসের অশনি সংকেত।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...