Saturday, November 21, 2020

পুনম মজুমদার

মাটির পসরা
                    
     উৎসবের মরসুমে
     মাটির পসরায় হাট সাজে।
     বিবর্ণ অভাবের চিত্রে
     হাজার হাজার চোখে
     শুধু মরুভূমি জাগে।
     সলতে বিহীন প্রদীপ হাতে
     বিক্রেতারা জোরে হাঁকে।
     কেহ করে দর-দাম
     কেহ বলে, হে রাম!
     এসবের এখন আর
     আছে নাকি রংবাহার!
     এভাবে যাওয়া আসা
     উষ্ণ নিঃশ্বাসে পথ চলা।
     শহরের সন্ধ্যা ডিঙিয়ে
     কুমোর পাড়ায় নামে
     নিশুতির নীরবতা।
     শত হেলা,শত পরখ সহে
     জমাট বাঁধা মাটির বুকে
     মাটির পসরা গুমরে কাঁদে
     হাজারো কুমোরের অব্যক্ত ভাষা হয়ে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...