মাটির পসরা
উৎসবের মরসুমে
মাটির পসরায় হাট সাজে।
বিবর্ণ অভাবের চিত্রে
হাজার হাজার চোখে
শুধু মরুভূমি জাগে।
সলতে বিহীন প্রদীপ হাতে
বিক্রেতারা জোরে হাঁকে।
কেহ করে দর-দাম
কেহ বলে, হে রাম!
এসবের এখন আর
আছে নাকি রংবাহার!
এভাবে যাওয়া আসা
উষ্ণ নিঃশ্বাসে পথ চলা।
শহরের সন্ধ্যা ডিঙিয়ে
কুমোর পাড়ায় নামে
নিশুতির নীরবতা।
শত হেলা,শত পরখ সহে
জমাট বাঁধা মাটির বুকে
মাটির পসরা গুমরে কাঁদে
হাজারো কুমোরের অব্যক্ত ভাষা হয়ে।
No comments:
Post a Comment