Saturday, November 21, 2020

পুনম মজুমদার

মাটির পসরা
                    
     উৎসবের মরসুমে
     মাটির পসরায় হাট সাজে।
     বিবর্ণ অভাবের চিত্রে
     হাজার হাজার চোখে
     শুধু মরুভূমি জাগে।
     সলতে বিহীন প্রদীপ হাতে
     বিক্রেতারা জোরে হাঁকে।
     কেহ করে দর-দাম
     কেহ বলে, হে রাম!
     এসবের এখন আর
     আছে নাকি রংবাহার!
     এভাবে যাওয়া আসা
     উষ্ণ নিঃশ্বাসে পথ চলা।
     শহরের সন্ধ্যা ডিঙিয়ে
     কুমোর পাড়ায় নামে
     নিশুতির নীরবতা।
     শত হেলা,শত পরখ সহে
     জমাট বাঁধা মাটির বুকে
     মাটির পসরা গুমরে কাঁদে
     হাজারো কুমোরের অব্যক্ত ভাষা হয়ে।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...