Saturday, November 21, 2020

সংঘমিত্রা নিয়োগী

সময়

চলন্ত ট্রেনটি অপরিচিত স্টেশনে পৌঁছনোর প্রত‍্যাশায় বেগবান,
স্টেশন মাস্টারের সিগন্যাল এড়িয়ে ধাবিত ,
প্রতিটি ভোরে নতুন রোদ গায়ে মাখে,
রাতের আঁধারে গুহার পিঠে স্বপ্নেরা মাথা ঠুঁকে।
অজানা স্টেশনের ল‍্যাম্পপোস্ট দেখে স্বপ্নভঙ্গ ,
কুয়াশার সান্ধ‍্যভাষায় শেষদিনের কবিতার ভাবনা খেলায় মত্ত থাকে।
অকুল দীর্ঘ পথের মাঝবরাবর দাঁড়িয়ে "সময়" ভবিতব‍্যের রেখা আঁকে।
এ কোন্  শূন্যতার পাকে ঘোরছে!
অবশেষে গন্তব্যের চিরকুট ছেঁড়া বাতাসে মেশে।
যে বাতাস ধরতেই টুকরো টুকরো হয়ে উড়ে যায় ব‍্যয়িত সময়ের সাথে‌!
জীবনশৈলীর  এলোমেলো ঘড়ি  অঙ্কিত আকাঙ্ক্ষার গন্ডির বাইরে!!

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...