সময়
চলন্ত ট্রেনটি অপরিচিত স্টেশনে পৌঁছনোর প্রত্যাশায় বেগবান,
স্টেশন মাস্টারের সিগন্যাল এড়িয়ে ধাবিত ,
প্রতিটি ভোরে নতুন রোদ গায়ে মাখে,
রাতের আঁধারে গুহার পিঠে স্বপ্নেরা মাথা ঠুঁকে।
অজানা স্টেশনের ল্যাম্পপোস্ট দেখে স্বপ্নভঙ্গ ,
কুয়াশার সান্ধ্যভাষায় শেষদিনের কবিতার ভাবনা খেলায় মত্ত থাকে।
অকুল দীর্ঘ পথের মাঝবরাবর দাঁড়িয়ে "সময়" ভবিতব্যের রেখা আঁকে।
এ কোন্ শূন্যতার পাকে ঘোরছে!
অবশেষে গন্তব্যের চিরকুট ছেঁড়া বাতাসে মেশে।
যে বাতাস ধরতেই টুকরো টুকরো হয়ে উড়ে যায় ব্যয়িত সময়ের সাথে!
জীবনশৈলীর এলোমেলো ঘড়ি অঙ্কিত আকাঙ্ক্ষার গন্ডির বাইরে!!
No comments:
Post a Comment