তোমার টানা টানা চোখে
তাইগ্রিস-ইউফ্রেটিস সুমেরীয়,
সিন্ধু মহেঞ্জোদারো হরপ্পা
আর নীল মিশরীয়।
নূপুরের রঙে বিলীন
হোয়াংহো ইয়াংসির বুক,
কাছাকাছি রূপেও চঞ্চল
আহা ওই হাসিমুখ।
দুপুরের নদীর জলে মেশে
দাগী বসন্তবৌরী কিংবা
ধনেশের পালকের রঙ;
পলির সবুজ আদর
কাছিমের ডিম বালির তলায়,
তোমার বয়স আমার
চোখেই পড়েনা কোনদিন
হেমন্তরাতের শিশির
শিহরণ আঁকে যখন
জ্যোৎস্না জলের রেখায়।
No comments:
Post a Comment