Saturday, November 21, 2020

লিটন শব্দকর

তুমি

তোমার টানা টানা চোখে
তাইগ্রিস-ইউফ্রেটিস সুমেরীয়, 
সিন্ধু মহেঞ্জোদারো হরপ্পা
 আর নীল মিশরীয়।
নূপুরের রঙে বিলীন
হোয়াংহো ইয়াংসির বুক,
কাছাকাছি রূপেও চঞ্চল
 আহা ওই হাসিমুখ।
দুপুরের নদীর জলে মেশে
দাগী বসন্তবৌরী কিংবা
 ধনেশের পালকের রঙ;
পলির সবুজ আদর
কাছিমের ডিম বালির তলায়,
তোমার বয়স আমার 
চোখেই পড়েনা কোনদিন 
হেমন্তরাতের শিশির
 শিহরণ আঁকে যখন
জ্যোৎস্না জলের রেখায়।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...