Saturday, November 21, 2020

বিপাশা দেব

বহু সঙ্গমী

মেঘের ভাঁজে গোধূলি ল্যাং মারে
সন্ধ্যার মাস্তানকেও।

বহু সংগমির প্রথমে মুখ, পরে দেহ ..... 
পরে চাঁদের সাথে শোয়।
ফষ্টিনষ্টি চলে বহুক্ষণ.... 
সূর্য কড়া নাড়লে
দুজনের হাঁপিয়ে ওঠা
অপাপবিদ্ধ অবস্থান
দ্বিধাহীন ভাব
কি যেন দংশায়

দোষহীন জানলার কাঁচ 
স্টেশন পেরিয়ে ট্রেন ধরে

চরিত্রহীনদের এইতো বিজয়। 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...