মানুষ তুমি মানুষ হলে না
মানুষ ধর্মের হলে
জাতের নামে ভাগ হলে,
তবুও তুমি জাতির হলে না
মানুষ তুমি মানুষ হলে না।
মানুষ তুমি ধনী হলে
কাউকে আবার গরীব বানালে,
তবুও তুমি মানবতার হলে না
মানুষ তুমি মানুষ হলে না।
কীর্তনের ধ্বনি হলে
সকালের আজান হলে,
তবু তুমি মনুষ্যত্বের হলে না
কেননা মানুষ তুমি মানুষ হলে না।
মানুষ তুমি পুরুষ হলে
আবার তুমি নারী হলে,
সেই নারীও রক্ষা পেলো না
কারণ মানুষ তুমি মানুষ হলে না।
নিজেরটা ভাবলে সদা তুমি
নিজের জন্য শোষণ করলে,
তবুও তুমি দেশের হলে না
মানুষ তুমি মানুষ হলে না।
No comments:
Post a Comment