Saturday, November 21, 2020

অনুপম দেব

মানুষ তুমি মানুষ হলে না

মানুষ ধর্মের হলে
জাতের নামে ভাগ হলে,
তবুও তুমি জাতির হলে না
মানুষ তুমি মানুষ হলে না।
মানুষ তুমি ধনী হলে

কাউকে আবার গরীব বানালে,
তবুও তুমি মানবতার হলে না
মানুষ তুমি মানুষ হলে না।
কীর্তনের ধ্বনি হলে
সকালের আজান হলে,
তবু তুমি মনুষ্যত্বের হলে না
কেননা মানুষ তুমি মানুষ হলে না।
মানুষ তুমি পুরুষ হলে
আবার তুমি নারী হলে,
সেই নারীও রক্ষা পেলো না
কারণ মানুষ তুমি মানুষ হলে না।
নিজেরটা ভাবলে সদা তুমি
নিজের জন্য শোষণ করলে,
তবুও তুমি দেশের হলে না
মানুষ তুমি মানুষ হলে না।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...