Saturday, November 21, 2020

পৌষালী ভৌমিক

ছিল কী!

ছিল কী সব? 
তিক্ততার আগুনের এই স্পর্শ,
না বোঝার অনলে করুনাহীন দৃশ্য
ছিল কী সব?
মূক বধিরতার পেছনে জমা কথা,
চেয়েও না চাওয়ার সেই ব্যাথা
ছিল কী সব? 
জেনেও সেসব না জানার ভান, 
অযথা রাখা নিজের মান
ছিল কী সব? 
অশ্রু ভেজা রাতের কাহিনীতে,
পারলেনা যেন আপন করে নিতে
ছিল কী সব? 
একপথে হেঁটে চলা,
তবুও যেন অধরা
ছিল কী সব?
সত্যিই কি ছিল সব?

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...