Saturday, November 21, 2020

রাহুল শীল

মূল অনুষ্ঠান

প্রতিদিন সকালে একটা চিৎকার শুনি
বৃষ্টি এসে প্রতিবাদ সমাবেশ গড়ে তুলে,
বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠে দুটি ভিন্ন মঞ্চে।

প্রতীকী পোশাক খুলতে হয় মূল অনুষ্ঠানে
সময় পেলে একটু বক্তব্য রাখার সুযোগ আমিও পাই,
ওরা ধর্মীয় উৎসব আর ধর্ষণ একই পর্যায়ে নিয়ে আনে।

বিস্তারিত জানাতে পরবর্তী অনুষ্ঠান সূচী ‌ডাকতে হয়,
বিস্ময়কর সব তথ্য চোখের সামনে ভেসে ওঠে,
কিন্তু সমর্থক হিসেবে যারা থাকে তাদের সবাই ধর্ষণকারী।

অবশেষে হাসপাতাল চত্বরে ময়নাতদন্তের দায়িত্ব আমাকেই দেওয়া হয়!

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...