Saturday, November 21, 2020

পিয়াল দেবনাথ

ভারসাম্য

ঈশ্বর বলেন আমায় বিশ্বাস কর,
কর্ম বলে কর আমায়।
কেউ বলে টাকায় সর্বসুখ,
কেউ বলে খ্যাতনামায়।

জীবনের অসম পথে,
সব কি পাবি বল?
বারো মাস সুখের নামে,
মিলবে কিছু আগুন কিছু জল।

জীবন বাঁচবি যদি, করবি বোঝাপড়া,
ভুলবি না ভারসাম্য কঠিন।
ধন পেলে হয়ত শান্তি পাবিনা,
জীবনে সফল হয়ে ও হয়ত থাকবি প্রেমহীন ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...