Saturday, November 21, 2020

পিয়াল দেবনাথ

ভারসাম্য

ঈশ্বর বলেন আমায় বিশ্বাস কর,
কর্ম বলে কর আমায়।
কেউ বলে টাকায় সর্বসুখ,
কেউ বলে খ্যাতনামায়।

জীবনের অসম পথে,
সব কি পাবি বল?
বারো মাস সুখের নামে,
মিলবে কিছু আগুন কিছু জল।

জীবন বাঁচবি যদি, করবি বোঝাপড়া,
ভুলবি না ভারসাম্য কঠিন।
ধন পেলে হয়ত শান্তি পাবিনা,
জীবনে সফল হয়ে ও হয়ত থাকবি প্রেমহীন ।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...