Saturday, November 21, 2020

মিছিলের মুখ

জীবন কবিতা


শব্দগুচ্ছের দাবদাহে ভীষন পরিচিত শব্দ 
সমস‍্যা তোমায় ভীষণ ভালোবাসি
জানি তুমি বাসো!

দারুণ ভাবেই বাসো।

ভালোবাসা টা সমান্তরাল আপেক্ষিকতায়
টলছে শুধু হতাশার চিরকুট।
দুলছে পৃথিবীর দোলন গতি 
আর জীবন গতিতে পেয়েছি তোমায়,
তুমি আমি সমান্তরাল কোনে দাড়িয়ে  
চিৎকার করে বলবো একদিন 
ভালোবাসি.....ভালোবাসি।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...