Saturday, November 21, 2020

মিছিলের মুখ

জীবন কবিতা


শব্দগুচ্ছের দাবদাহে ভীষন পরিচিত শব্দ 
সমস‍্যা তোমায় ভীষণ ভালোবাসি
জানি তুমি বাসো!

দারুণ ভাবেই বাসো।

ভালোবাসা টা সমান্তরাল আপেক্ষিকতায়
টলছে শুধু হতাশার চিরকুট।
দুলছে পৃথিবীর দোলন গতি 
আর জীবন গতিতে পেয়েছি তোমায়,
তুমি আমি সমান্তরাল কোনে দাড়িয়ে  
চিৎকার করে বলবো একদিন 
ভালোবাসি.....ভালোবাসি।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...