জীবন কবিতা
শব্দগুচ্ছের দাবদাহে ভীষন পরিচিত শব্দ
সমস্যা তোমায় ভীষণ ভালোবাসি
জানি তুমি বাসো!
দারুণ ভাবেই বাসো।
ভালোবাসা টা সমান্তরাল আপেক্ষিকতায়
টলছে শুধু হতাশার চিরকুট।
দুলছে পৃথিবীর দোলন গতি
আর জীবন গতিতে পেয়েছি তোমায়,
তুমি আমি সমান্তরাল কোনে দাড়িয়ে
চিৎকার করে বলবো একদিন
ভালোবাসি.....ভালোবাসি।
No comments:
Post a Comment