অবশেষে রাত্রি এলো কাছে
দুর্লঙ্ঘ পাহাড় ডিঙিয়ে একপা একপা করে
ভেজা চোখে রাত্রি এলো
বসনে সুসজ্জিত বাসরের সুগন্ধির মতো
দুরারোধ্য আকর্ষণে চোখের পাতায় শিশিরের ভেজা বালু
দুই হাতে রক্ত ক্ষত মা কালীর প্রসন্নতা
চণ্ডীমূর্তি রাত্রি এলো
ঘোলাজলে প্রতিবিম্ব ঢেউ খেলে
এক থেকে শতকের রূপচিহ্ন ভেসে ওঠে
ভাসানের আগে
অবশেষে রাত্রি এলো কাছে
প্রীতি ও শুভেচ্ছার সহস্র ডালা
জোনাকির ক্ষীণ আলো সাজিয়ে
চন্দ্রিমার অহংকার পদতলে মাড়িয়ে
দুইহাতে চেপে ধরে
রাত্রি এলো চরম প্রকাশে।
No comments:
Post a Comment