Saturday, November 21, 2020

মোহাজির হুসেইন চৌধুরী

রাত্রি এলো কাছে

অবশেষে রাত্রি এলো কাছে 
দুর্লঙ্ঘ পাহাড় ডিঙিয়ে একপা একপা করে 
ভেজা চোখে রাত্রি এলো 
বসনে সুসজ্জিত বাসরের সুগন্ধির মতো 
দুরারোধ্য আকর্ষণে চোখের পাতায় শিশিরের ভেজা বালু 
দুই হাতে রক্ত ক্ষত মা কালীর প্রসন্নতা 
চণ্ডীমূর্তি রাত্রি এলো 
ঘোলাজলে প্রতিবিম্ব ঢেউ খেলে 
এক থেকে শতকের রূপচিহ্ন ভেসে ওঠে 
ভাসানের আগে 

অবশেষে রাত্রি এলো কাছে 
প্রীতি ও শুভেচ্ছার সহস্র ডালা 
জোনাকির ক্ষীণ আলো সাজিয়ে 
 চন্দ্রিমার    অহংকার পদতলে মাড়িয়ে 
দুইহাতে চেপে ধরে 
রাত্রি এলো চরম প্রকাশে।   

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...