Saturday, November 21, 2020

মোঃ রুবেল

বাহুডোর
                
সোনালী স্বপ্ন পুষি বক্ষস্থলে,
অনাদিকাল তোমায় জড়িয়ে রাখবো সুখের বাহুডোরে।
এক লহমায় তোমার আপন করেছি,
কেবল একটি শব্দের বিনিময়ে।
ভালোবাসি শব্দে কত মায়া,
তা ভালোবাসার কাঙাল ছাড়া কেইবা বুঝে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...