Saturday, November 21, 2020

মোঃ রুবেল

বাহুডোর
                
সোনালী স্বপ্ন পুষি বক্ষস্থলে,
অনাদিকাল তোমায় জড়িয়ে রাখবো সুখের বাহুডোরে।
এক লহমায় তোমার আপন করেছি,
কেবল একটি শব্দের বিনিময়ে।
ভালোবাসি শব্দে কত মায়া,
তা ভালোবাসার কাঙাল ছাড়া কেইবা বুঝে।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...