Saturday, November 21, 2020

উর্মি সাহা

পথিক


কবি, তুমি থেমো না,,
তোমার পথ জলে জঙ্গলে সমৃদ্ধ--
তুমি তোমার পদ্যে পরিচিত নও,
তুমি তোমার যুদ্ধে বিকশিত।
পথিক তুমি থেমো না,,,
কবি তুমি প্রেমের জোয়ারে ভেসো না।
কবি তুমি বজ্র হও!
কঠিন হও,সত্যের তাগিদে।
স্তব্ধ করো প্রতিবন্ধকতা--,
রুদ্ধ করো অরাজকতার দরজা।
মেডেল মেমেন্টো তোমার প্রতীক নয়!!
তোমায় জয় চিহ্ন তোমার কলম।
তোমার শব্দে কাঁপুক এই পাথর শহর;
সন্ধি-প্রত্যয়ের সমন্বয়ে---,
জর্জরিত হোক মূর্খ লোকমহল।
তুমি নায়ক হও--,
তুমি নৈতিক হও,,,
জীর্ণকায় দেহগুলো সব--
চিঠি লিখুক তোমার নামে,
লোক দেখানো হোডিং গুলোর--
মাথা নামাও জাতির হাতে।
কবি,তুমি থেমো না!
চলুক তোমার পথ!!
উঁচু-নিচু উপত্যকা আর পাহাড় বেয়ে--,
মুষ্ঠিবদ্ধ হাত এগিয়ে দাও তুমি।
প্রশ্ন উঠবে হাজার!!!
যুদ্ধ আর ভালোবাসায় মাঝে দাঁড়িয়ে;
তুমি প্রেমিক হও,
সৈনিক হও মৃত্যু রুখতে।
রক্তস্রোতে তলোয়ার ভুলে--
কলম চালাও তর্ক ময়দানে,,,
কবি,তুমি থেমো না!!
তুমি অক্লান্ত পথিক হও।
কবি,তুমি মৃত্যুঞ্জয় হও।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...