দু'মুঠো ভাত
ক্ষিধের জ্বালা পারিনে সইতে
দাও আমায় দু'মুঠো ভাত,
রেল স্টেশনে ভিক্ষা করি
আমি দিন রাত।
তোমরা তো বড় মানুষ
আছে গাড়ি - বাড়ি,
মোদের তো নেই ধন সম্পদ
আছে নিয়মজারী।
গাছ তলায় থাকি মোরা
থাকি রাস্তার মোড়ে,
বিধাতা ও মেঘ সেজে
তাড়িয়ে দেয় দূরে।
শিক্ষা-দীক্ষা পাইনি মোরা
পাইনি ভালোবাসা,
দু'মুঠো ভাতের জন্যে
এই দুনিয়ায় আসা।
No comments:
Post a Comment