Saturday, November 21, 2020

পঞ্চদীপ দেবনাথ

দু'মুঠো ভাত

ক্ষিধের জ্বালা পারিনে সইতে
দাও  আমায় দু'মুঠো  ভাত,
রেল স্টেশনে  ভিক্ষা করি
আমি দিন রাত।
তোমরা তো বড় মানুষ
আছে গাড়ি - বাড়ি,
মোদের তো নেই ধন সম্পদ
আছে নিয়মজারী।
গাছ তলায় থাকি মোরা
থাকি রাস্তার মোড়ে,
বিধাতা ও মেঘ সেজে 
তাড়িয়ে দেয় দূরে।
শিক্ষা-দীক্ষা পাইনি মোরা
পাইনি ভালোবাসা,
দু'মুঠো ভাতের জন্যে
এই দুনিয়ায় আসা।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...