ভাবনার বীজবিন্দু
ভেবেই আৎকে উঠি,থাকবোনা কোনো একদিন
তোমাদের এমন অসংখ্য ছবিতে ।
দৃশ্যের পর চিত্র বদলে যাবে,
এক মঞ্চ থেকে আরেক মঞ্চে
ছড়াবে তোমরা ঝকঝকে আলো।
অথচ আমার শরীরেও
যথেষ্ট আলোকচ্ছটা সজ্জিত ছিলো
মাংশের স্তরে স্তরে।
ভাবনার বীজবিন্দু জুড়ে।
পঁচে গলে কোনো এক বিকেলে,
মাংশের ভেতর লুকানো স্বপ্নপুঞ্জসহ
মাটি হয়ে গেছি কেউ টেরও পায়নি।
এখন শুধু পঁচা মাংশের গন্ধ,
ক্ষয়ে যাওয়া হাড়ের ফসিল,
মাটির ছন্নছাড়া নোনাধরা মুখ।
অনুজ অগ্রজের এমন মেধাময় দৃশ্য
এ জীবনে ক'টা পাওয়া যায় বলো?
নাই বা পেলাম ক্ষতি কি!
লাভালাভের চিন্তা ছিলোনা বলেই ---
তোমাদের বলে রাখি,ছবিতে নাইবা থাকি।
মনের আলো ঢেলে এভাবেই বর্ণময় করে রেখো আলোর অভিসারে।
No comments:
Post a Comment