Saturday, November 21, 2020

সোনালী রায় বাগচী

ভালো বাসতে বাসতে 

ভালো বাসতে বাসতে একদিন ঠিক পাখি হয়ে যাবো ।
খুব রঙিন একটা পাখি ।
হয়তো বা মাছরাঙা ।
অবিশ্রান্ত জল ছুঁয়ে থাকা কোনো এক গাছের ডালে বসে
অবাক বিস্ময়ে দেখে যাবো ,
নিস্তরঙ্গ নদীর বুকে কত ছবি এঁকে চলে 
জল পোকাদের ব্যস্ততা ।
আমার শীতলপাটি বিছানো বুকে
পাশাপাশি বসে গল্প করবে সুখ আর দুঃখ ।
কিংবা হয়তো বাবুই পাখি হবো । 
যে গাছতলায় একদিন কুড়িয়ে পেয়েছিলাম 
কান্নার খড়কুটো , 
সেখানেই না হয় বেঁধে নেবো একটা সাতমহলা ।
ঘরকন্নার আয়োজনে প্রতিদিন 
ভিজে উঠবে আমার ঠোঁট , আমার ডানা । 
পরিতৃপ্ত গৃহকোণ লিখে যাবে
আহ্লাদী সুখের রূপকথা ।
অথবা ধরো ফিনিক্স হলাম আমি ।
আমার আগুন রঙা ডানায় 
সেদিন মেখে নেবো রোদেলা ভোরের গন্ধ ।
এলোমেলো উড়ানে আকাশের গলিপথ পেরিয়ে
একদিন হয়তো খুঁজে পাবো আমার উদাসী ঘরের ঠিকানা ।

ভালো বাসতে বাসতে একদিন ঠিক পাখি হয়ে  যাবো ।

                

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...