আতঙ্ক
সত্য ত্রেতা দ্বাপর কলি এরা চারটি ভাই।
মিলেমিশে একাকার পাপের হিসেব চাই।।
এই যুগ বলেছে সেই যুগ ভাই
কোন যুগের বিকল্প নাই,
পাপের বোঝা মাথায় নিয়ে
এখন যে ভাই মুক্তি চাই।
বাড়ছে বাড়ি, বাড়ছে গাড়ি বাড়ছে কলকারখানা।
বাড়ছে পাপ, বাড়ছে চাপ বাড়ছে আতঙ্কের আস্তানা।।
প্রলয় আসবে, আসবে প্রলয়
সবার মুখে বুলি
হচ্ছে প্রলয় ঠিকই তো তাই
কেমন করে চলি।
কি করব কি করব ভেবে পাচ্ছি না কুল।
মরণব্যাধির লাইনে এখন দাঁড়িয়েছে মৃত্যুর ফুল।।
মন্বন্তর এর মন্বন্তর
আছেই শুধু জীবন্তর,
দুর্ভিক্ষের দুরন্তর
বাড়ছে শুধু অন্তর অন্তর।
ধরণী যে সইবে কত অন্যায় অত্যাচার,
আতঙ্কের মশালে স্তব্ধ হয়ে যাবে;
ধরণীর সব আধিকার।।
No comments:
Post a Comment